• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ৬০% গ্রহণযোগ্য হলেই সফল : সিইসি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২২, ২০২২, ০৬:৪৪ পিএম
নির্বাচন ৬০% গ্রহণযোগ্য হলেই সফল : সিইসি

৫০ থেকে ৬০ শতাংশ গ্রহণযোগ্য নির্বাচন হলেই সেটি সফল বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, “শতভাগ সফলতা কখনো সম্ভব না। কেউ বলেছেন এটা যদি ৫০ শতাংশ বা ৬০ শতাংশ গ্রহণযোগ্য হয়, তাহলে এটাও একটা বড় সফলতা।”

মঙ্গলবার (২২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আলাপকালে সিইসি এমন মন্তব্য করেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, “এটা সত্য কথা আমাদের সাহস থাকতে হবে। সাহসের পেছনে থাকতে হবে সততা। আমাদের হারানোর কিছু নেই। পাওয়ার কিছুও নেই। জীবনের শেষ প্রান্তে আমরা ইতিবাচক যদি কিছু করতে পারি, আপনাদের সাজেশনের আলোকে নির্বাচনটা যদি অবাধ ও সুষ্ঠু করা যায় সবার অংশগ্রহণে, সেটা একটা সফলতা হতে পারে।”

সিইসি আরো বলেন, “বিগত নির্বাচনে বেশ কিছু কারণে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছেন, কেউ বলছেন ভোট দিচ্ছেন না। তবে নারায়ণগঞ্জের ইলেকশন খুব সুন্দর হয়েছে।”

ইভিএমের মাধ্যমে এটা একটা বড় দিক বলে মনে করেন তিনি।

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর বিপক্ষে অনেকেই বলেছেন জানিয়ে তিনি বলেন, “এটার মধ্যে কোনো অসুবিধা আছে কিনা, মেশিনের মাধ্যমে কোনো ডিজিটাল কারচুপি হয় কিনা, তা খতিয়ে দেখতে হবে। পৃথিবীর অনেক দেশ ইভিএম বাতিল করে দিয়েছে, কেন করলো সেটা গবেষণা করা উচিত।”   

ইভিএমে রিকাউন্টিং প্রবলেম আছে জানিয়ে সিইসি বলেন, ‘যদি কোনো কারচুপি হয়ে থাকে, তাহলে রিকাউন্টিং করা যাবে কিনা, এটার কোনো ব্যবস্থা আছে কিনা, এটা আমাদের বুঝতে হবে। আমাদের টেকনিক্যাল কমিটির মিটিং করে একটা ধারণা নিতে হবে।”

নির্বাচনে যাতে ধর্মের ব্যবহার না হয়, সেটাও আমরা গুরুত্ব সহকারে দেখবো বলে মন্তব্য করেন তিনি।

Link copied!